আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন সানি লিওন

মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন সানি লিওন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২২ , ৪:৩৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  মলদ্বীপের সমুদ্র সৈকতে প্রজাপতি শেপের প্রিন্টেড বিকিনিতে ধরা দিয়েছেন সানি লিওন। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের একাধিক ছবি। আর তার লাস্যময়ী রূপে মজেছে গোটা নেটদুনিয়া। সোমবার (৩১ জানুয়ারি) মালদ্বীপ থেকেই প্রজাপতি শেপের প্রিন্টেড বিকিনিতে নিজের ছবি শেয়ার করেছেন সানি। আর সেই ছবি যেন সপ্তাহের প্রথম দিনের উত্তাপ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। মালদ্বীপে জেট স্কিইং করতে ব্যস্ত অভিনেত্রী। তারই একঝলক তিনি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। ছবিতে সানিকে দেখা গিয়েছে হল্টার-নেক এই বিকিনি টপেই।

ফুল-প্রজাপতি আঁকা টপের সঙ্গে হাই ওয়েস্ট বিকিনি পরেছেন সানি। অর্ধেক চুলে ক্লাচ লাগিয়ে করেছেন হেয়ারস্টাইল। সেই সঙ্গে চোখে আছে কালো সানগ্লাস আর গোলাপি লিপস্টিক। এই ছিল সানির মেকআপ। মালদ্বীপের নীল জলের সঙ্গে সানির এই মেকআপ আর বিকিনি যেন মিলেমিশে একাকার। ছবি দেখেই বোঝা যাচ্ছে সেখানে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।

তবে বিকিনি ছাড়াও সুইম স্যুটে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সানি। সানির এই বিকিনিটি ডিজাইন করেছেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার জুবিনভ চন্দ। জুবিনভ বেশিরভাগ ক্ষেত্রে তার ডিজাইন করা পোশাকে বিশ্বের লোকগাথা, রূপকথার গল্প ফুটিয়ে তোলেন। তবে এই বিকিনিটির দাম মাত্র ভারতীয় ৮ হাজার ৫৬০ টাকা। সানির মালদ্বীপ লুকের স্টাইলিং করেছেন হিতেন্দ্র কাপোপারা।