মালয়েশিয়ায় বেকার হচ্ছে হাজার হাজার বাংলাদেশি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২০ , ৬:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা
দিনের শেষে ডেস্ক : মালয়েশিয়ায় লকডাউন শেষে বেকার হয়ে পড়েছে হাজার হাজার বাংলাদেশি। এসময় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। করোনা রোধে গত ১৮ মার্চ থেকে টানা ৯ জুন পর্যন্ত চলে বিভিন্ন বিধিনিষেধ। টুরিস্টদের কাছে জনপ্রিয় মালয়েশিয়ার হোটেল ব্যবসা চলছে ব্যাপক মন্দাভাব। যার ফলশ্রুতিতে মালোশির হোটেলগুলোতে কর্মরত বেশিরভাগ বাংলাদেশি বেকার হয়ে পড়েছে।
১০ জুন থেকে মালয়েশিয়ায় ১১টি ব্যাবসা বাণিজ্য বাদে সব চলছে আগের মতো কিন্তু দীর্ঘ সময় বন্ধ থাকা সে দেশের বিভিন্ন কল-কারখানা বিল্ডিং কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্টের ব্যাবসায় ক্ষতি হয়েছে। যার ফলে বৈধ- অবৈধ হাজার হাজার বাংলাদেশি এখনো ছুটিতে থাকায় কোনরকম হাওলাত করে পার করছে দিন।
লকডাউন থাকা কালীন অবস্থায় ৭০ জন বাংলাদেশি একটি ঘরে রয়েছে অর্ধাহারে। জানা গেছে, এমসিসি ইস্ট মালয়েশিয়া এসডি এন বিএইচডির সাপ্লাইয়ার কোম্পানির সেরি সারডাং গোডাউনে পড়ে রয়েছেন ভুক্তভোগী প্রায় ৭০ বাংলাদেশি কর্মী।
তারা জানান, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি ইউনিক ইস্টার্ন, রাব্বি ইন্টারন্যাশনাল, কাতারসিস, সানজারিনের মাধ্যমে মালয়েশিয়া আসেন। মানুষের বসবাসের মতো ওই গোডাউনে নেই কোনো ব্যবস্থা। অপরিষ্কার ও নোঙরা পরিবেশ দেখলেই গা-শিউরে উঠবে। গাদাগাদি করে ৭০ বাংলাদেশি সেখানে রয়েছেন। সবার মুখে বিষণ্নতার ছাপ। কেউ ভয়ে কথা বলতে রাজি নন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বললেন, সাপ্লাইয়ার কোম্পানির লোকজন রয়েছে। কিছু বললে আপনি যাওয়ার পরই আমাদের ওপর চলবে শারীরিক নির্যাতন। যারাই প্রতিবাদ করেছে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে। প্রতিবাদ করায় কয়েক জনকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা কোথায় আছে, কেউ জানে না।
এমনকি কোম্পানিও তাদের খোঁজ নেয় না। আমরা গোডাউনে পড়ে রয়েছি বেঁচে থাকার তাগিদে। এমন হাজারো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হতাশা বিরাজ করছে। এই অবস্থা চলতে থাকলে মালয়েশিয়া থেকে বিমান চলাচল শুরু হলে এসব বেকার অভিবাসীরা দেশে ফিরতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।