আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪

মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৪:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে প্রতিবেদক : আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ৬৪ জন নিহত হয়েছেন। পৃথক হামলায় নিহতদের মধ্যে ৪৯ জন বেসামরিক মানুষ এবং ১৫ জন সেনা সদস্য। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির অন্তবর্তীকালীন সরকার। গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, জঙ্গিরা উত্তর-পূর্ব মালির একটি নদীতে নৌকায় হামলা চালিয়ে অন্তত ৪৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। একই জঙ্গিরা একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে হত্যা করেছে ১৫ সৈন্যকে। হামলার সময় প্রায় ৫০ জন জঙ্গিও মারা গেছে বলে জানা গেছে। নাইজার নদীতে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি নৌকায় হামলা চালায় জঙ্গিরা। পরে গাও অঞ্চলের বুরেম সার্কেলে সেনা ক্যাম্পে হামলা চালানো হয়। মালির সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল বেলা ১১টার দিকে ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ নৌকায় হামলা চালায়। হামলার শিকার হওয়া ওই নৌকার পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কোমানভ জানিয়েছে, নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কোমানভের এক কর্মকর্তা বলেছেন, নৌকাটি নদীতে স্থির অবস্থায় ছিল এবং সেনাবাহিনী যাত্রীদের সরিয়ে নিতে গিয়েছিল। ২০২০ সাল থেকে মালি শাসন করছে সামরিক জান্তা। নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় দেশটিতে ২০২০ ও ২০২১ সালে পরপর দুটি অভ্যুত্থান হয়। তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল করে, তখন তাদের পক্ষে ব্যাপক জনসমর্থন ছিল।