মালয়েশিয়ায় ১৭২ জন বাংলাদেশি অভিবাসী গ্রেফতার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২১ , ১২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের যৌথ অভিযানে ১৭২ জন বাংলাদেশি অভিবাসী কর্মী সহ মোট ২১৩ জন বিভিন্ন দেশের অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মাঝে ৩ জন নারীও রয়েছে। বুধবার কুয়ালালামপুরের সেতাপার্কের ওয়ংসা মাজুতে অবস্থিত ২ টি নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির জাতীয় সংবাদমাধ্যম ও অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অভিবাসন আইনের অপব্যহার ও করোনাকালে স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘন করেছে। অনেকের ওয়ার্ক পারমিট আছে কিন্তু সেগুলো কনস্ট্রাকশন কাজের নয়। এগুলো প্লানটেশন, ক্লিনার ও রেস্টুরেন্টের কাজের জন্য বৈধ ছিল। তাই তাদেরকেও আটক করা হয়েছে। এই যৌথ অভিযানে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম), রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘন সহ দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন করার দায়ে মোট ২৫৪ জন বিদেশী কর্মীকে চেক করা হয়েছিল। এদের মধ্য থেকে বিভিন্ন দেশের ২১৩ জন অভিবাসী কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭২ জন বাংলাদেশী, ইন্দোনেশিয়ার ২০ জন , পাকিস্তানের ১০ জন, ভিয়েতনামের ৬ জন, ভারতের ৩ জন এবং মিয়ানমারের ২ জন নাগরিক রয়েছেন। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুত্রাজায়ার ইমিগ্রেশন ডিপোতে রিমান্ডে নেওয়া হয়েছে।
আটকদের বিরুদ্ধে দেশটির পুলিশ, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ এবং ধারা ৬ (ক) (সি) এবং ৩৯ (খ) ধারা লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে।