আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মাহমুদউল্লাহকে বিদায়ি উপহার

মাহমুদউল্লাহকে বিদায়ি উপহার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২১ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জিম্বাবুয়ের পরাজয় প্রলম্বিত হয়েছে লেজের ব্যাটসম্যানদের মাটি কামড়ে থাকার জোর লড়াইয়ে। কিন্তু কতক্ষণ। হারারেতে শেষদিনে একমাত্র টেস্ট শেষ হতে যা একটু সময় লেগেছে নৈশপ্রহরী ডোনাল্ড তিরিপানোর প্রতিরোধে। ৫২ রান করতে ১৪৪ বল খেলেছেন তিনি। আরেকটি কারণেও বাংলাদেশের বিলম্বিত জয়। চারটি ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা। এমনিতে পাটা উইকেটে ফল বের করে নেওয়া কষ্টকর বৈকি! তার ওপর ক্যাচ মিস। জিম্বাবুয়ের শেষ তিন ব্যাটসম্যান খেলেছেন ৩৪.৪ ওভার। ম্যাচে মেহেদী হাসান মিরাজের ১৪৮ রানে নয় উইকেট যারপরনাই সাহায্য করেছে বাংলাদেশকে ২২০ রানের অনায়াস জয় পেতে। রিচার্ড এনগারাভার উইকেট নিয়ে ম্যাচের যবনিকাপাত টানেন মিরাজ। বিদেশের মাটিতে টেস্টে নয় উইকেট কোনো বাংলাদেশি বোলারের সেরা সাফল্য। ২০১৭ সালের পর বিদেশের মাটিতে টেস্টে এটি প্রথম জয় বাংলাদেশের। এই জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। রোববার পঞ্চমদিনেও উইকেটের চরিত্র খুব একটা বদল হয়নি। শেষদিনের প্রথম সেশনে সফরকারী ফিল্ডাররা তিনটি ক্যাচ ছাড়েন। মিরাজ দ্রুত দুই উইকেট নিয়ে জয়কে কাছে টেনে আনেন। তিরিপানো ও মারুমার বিদায়ে স্বাগতিকরা নড়বড়ে হয়ে ওঠে। জোড়া আঘাতের পর বাংলাদেশের বোলাররা চেপে ধরেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। এই জয় মাহমুদউল্লাহর জন্য স্মরণীয় বিদায়ী অর্ঘ্য। হারারে টেস্টের তৃতীয়দিন ড্রেসিংরুমে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। কাল সেটি রূপ নিল বাস্তবে। পঞ্চমদিনের খেলা শুরু হওয়ার আগে সতীর্থরা গার্ড অব অনার দিলেন তাকে। অধিনায়ক মুমিনুল হক সুযোগ করে দিলেন মাহমুদউল্লাহর নেতৃত্বে গোটা দলের মাঠে নামার।
ম্যাচশেষে পুরস্কার পেলেন মাহমুদউল্লাহ ম্যাচসেরা হয়ে। শেষ মুহূর্তে টেস্ট দলে সুযোগ পাওয়া মাহমুদউল্লাহ প্রথম ইনিংসে বাংলাদেশের ত্রাতা হন আটে নেমে ১৫০ রানের ইনিংস খেলে। নিজের ৫০তম টেস্টে এটি তার পঞ্চম সেঞ্চুরি। তাসকিন আহমেদের সঙ্গে নবম উইকেটে ১৯১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। তাসকিন ক্যারিয়ারসেরা ৭৫ রান করার পর ৮২ রানে নেন চার উইকেট। এটি তার ক্যারিয়ারসেরা বোলিং এক ইনিংসে।
এবার দুদল তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচ খেলবে। ১৬ জুলাই প্রথম ওয়ানডে। সব ম্যাচ হারারেতে।