আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মাহমুদা খুনের ঘটনায় মামলা

মাহমুদা খুনের ঘটনায় মামলা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


14চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ওরফে মিতু আক্তারকে খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় তিনজনের বিবরণ উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

রোববার (০৫ জুন) রাতে উপ-পরিদর্শক ত্রিরতন বড়ুয়া বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।

নগর পুলিশের সহকারি কমিশনার (পাঁচলাইশ জোন) আসিফ মাহমুদ মামলা দায়েরের বিষয়টি জানিয়েছেন।

রোববার ভোর ৬টা ৪০ মিনিট থেকে ৬ টা ৫৫ মিনিটের মধ্যে মাহমুদা খাতুনকে নগরীর ও আর নিজাম রোডে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।

জঙ্গি দমন নিয়ে আলোচিত বাবুল আক্তারের স্ত্রীকে খুনের পর থেকে এ হত্যাকাণ্ডের জন্য জঙ্গিদের সন্দেহ করে আসছেন সিএমপির উর্দ্ধতন কর্মকর্তারা।