মাহমুদুল্লাহ’র সঙ্গী দুর্দান্ত তাসকিন, সাড়ে তিনশ ছাড়িয়ে বাংলাদেশ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২১ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : দেখে বোঝারই উপায় নেই তাসকিন আহমেদের ‘প্লেয়িং রোল’ বোলার। ৯ম উইকেটে ব্যাট করতে নেমে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট চালাচ্ছেন এই টাইগার পেসার। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে এরই মধ্যে ৮৯ রানের জুটি পার করেছেন তিনি।
এই প্রতিবেদনটি করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রান। ১৮৯ বলে ৭৫ রান নিয়ে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ। লম্বা ইনিংসে ৭টি চার মারেন তিনি। ৫৯ বলে ৪২ রান নিয়ে রিয়াদের যোগ্য সঙ্গ দিচ্ছেন তাসকিন, তিনিও মেরেছেন ৭টি চার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এটি তার সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে ৩৩ রান করেছিলেন তাসকিন। গতকাল বুধবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৪ রান তোলে। অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ৫৪ রানে এবং তাসকিন ১৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিনে অল্পের জন্য সেঞ্চুরি পূরণ করতে পারেননি লিটন দাস। ৯৫ রানে থামে এই ওপেনারের ইনিংস। ১৩টি চার মেরে ১৪৭ বলের লম্বা ইনিংসটি খেলেন লিটন।
অধিনায়ক মুমিনুল হকও দুর্দান্ত ব্যাট করেন। ৯২ বলে ৭০ রান করেন তিনি।