আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মা আমি একা হচ্ছি না, রণবীরও বাবা হচ্ছে: আলিয়া

মা আমি একা হচ্ছি না, রণবীরও বাবা হচ্ছে: আলিয়া


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২২ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : এইতো মাত্র কয়েকদিন আগে সাতপাকেঁ বাধা পড়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরই মধ্যে আরও এক সুখবর দিয়েছেন এই তারকা জুটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া তার স্বামীর সঙ্গে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে জানিয়েছিলেন, ‘আমাদের সন্তান… শীঘ্রই আসছে।’ এরপর থেকেই তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মাধুরী মিশিয়ে প্রকাশ করা হচ্ছিল নানা ধরনের খবর। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন এ অভিনেত্রী। তা নিয়েই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী বলেন, ‘সন্তানের মা হওয়া কি এতই অদ্ভুত? কত নারী তো মা হন! আমায় নিয়ে ভুয়ো খবর ছড়ানোর মানে কী!’ আলিয়ার অভিযোগ, কোনও এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে শ্যুটিং পিছিয়ে গেছে অভিনেত্রীর। ছবির চুক্তি বাতিল হওয়ার মুখে। আরও এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রণবীর হয়তো ব্রিটেন সফরে যাবেন। যেখানে আলিয়া হলিউড ডেবিউ ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিং করছিলেন। বলা হয়, আলিয়াকে সেখান থেকে তুলে আনবেন রণবীর। এই সব খবরেই খেপে ওঠেন ‘গঙ্গুবাঈ’। জানিয়েছেন, তার নারীসত্তা অপমানিত হয়েছে। একটি ছবির শ্যুটিংয়ের সময় এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘এখনও কিছু লোকের মাথায় পিতৃতন্ত্রের চাষ। আমরা সেই বিশ্বেই বাস করি। ছবির কাজ কিছুই বিলম্বিত হয়নি। আমায় তুলে আনতে কাউকে যেতে হবে না। আমি এক জন নারী, পার্সেল নই। আমার মোটেও বিশ্রামের দরকার নেই। এটা ২০২২, আমরা কি অনুগ্রহ করে এই প্রাচীন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারি? ক্ষমা করবেন, আমার শট প্রস্তুত।’ আলিয়া আরও বলেন, ‘মা আমি একা হচ্ছি না। রণবীরও বাবা হচ্ছে। ব্যাপারটাকে সে ভাবে দেখা হোক।’