আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মা হচ্ছেন জেনিফার লরেন্স

মা হচ্ছেন জেনিফার লরেন্স


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২১ , ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  প্রথমবারের মত মা হতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। এ অভিনেত্রী এখন তারা প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘হাঙ্গার গেমস’ খ্যাত অভিনেত্রী জেনিফার লরেন্সকে নিউইয়র্ক সিটিতে ঘুরে বেড়াতে দেখা গেছে। সেখানে একটি ক্যাফেতে বন্ধুর সঙ্গে খেতে বের হয়ে ক্যামেরাবন্দি হন তিনি। ছবিগুলোতে ‘বেবি বাম্প’সহ দেখা গেছে এই হলিউড নায়িকাকে।

জেনিফারের স্বামী কুক ম্যারোনি নিউইয়র্কের ম্যানহাটনের একটি আর্ট গ্যালারির পরিচালক। ২০১৯ সালে কুক ম্যারোনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই অভিনেত্রী ‘সিলভার লাইনিংস প্লেবুক’ মুভির জন্য ২০১২ সালে অস্কার জেতেন।

প্রসঙ্গত, এ বছর ডিসেম্বরে ‘ডোন্ট লুক আপ’ সিনেমা দিয়ে আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।