আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মা হচ্ছেন পিয়া জান্নাতুল

মা হচ্ছেন পিয়া জান্নাতুল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২০ , ১২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : মা হতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল পিয়া জান্নাতুল। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজেই খুশির খবরটি জানান তিনি। সেখানে তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে তার পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ হিসেবে শোবিজে পথচলা শুরু করেন পিয়া জান্নাতুল।এরপর মডেলিং দিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। নিজ দেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়। এরপর ২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আরও কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কভারচিত্রেও জায়গা করে নেন পিয়া। করোনায় দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর ‘পাপ’ শিরোনামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরেন তিনি।