আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মা হচ্ছেন পূজা

মা হচ্ছেন পূজা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৪, ২০২১ , ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  মা হতে যাচ্ছেন ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। গত বছরই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। এমনকী, স্বামী সন্দীপের সঙ্গে সন্তান নিয়ে নানা প্ল্যানও করেছিলেন। তবে করোনার কারণে কিছুটা পিছিয়ে আসেন পূজা ও সন্দীপ। তবে শেষমেশ পূজার স্বপ্নপূরণ। মা হওয়ার সুখবর পূজা পেলেন শুটিং ফ্লোরেই!

জানা গিয়েছে, ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের শুটিংয়ে বের হওয়ার আগে একটু শরীরটা খারাপ লাগতে শুরু করে পূজার। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করেন পূজা। বিকেল নাগাদ পরীক্ষার ফলাফল এলে পূজা জানতে পারেন তিনি মা হতে চলেছেন। শুটিংয়ের মাঝে এরকম সুখবর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান অভিনেত্রী। খবরটি জানতে পেরে সহকর্মীরাও শুভেচ্ছা জানান পূজাকে। ডেকে আনা হয় পূজার স্বামী সন্দীপকেও। শুটিং ফ্লোরে আনন্দে নেচে ওঠেন স্বামী সন্দীপও।

একটি সাক্ষাৎকারে পূজা জানিয়েছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পর কুমকুম ভাগ্য ধারাবাহিকের নির্মাতাদের জানিয়ে ছিলাম আমাকে ধারাবাহিক থেকে বাদ দিতে। কিন্তু নির্মাতারা জানিয়েছেন, সন্তান জন্ম হওয়ার পর ফের শুটিংয়ে অংশ নিতে হবে। আমি খুব লাকি, নির্মাতারা আমার পাশে এভাবে দাঁড়াবে ভাবতেই পারিনি। সহকর্মীরাও খুব সাহায্য় করছে আমাকে। ‘ ২০২২ সালে মার্চ মাসে সন্তান জন্ম দিতে পারেন পূজা। পূজার কথায়, ‘আমি চাই আমার কন্য়াসন্তান হোক। খুব সুন্দর করে ওকে সাজাতে পারব!’