আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মা হারালেন রশিদ খান

মা হারালেন রশিদ খান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২০ , ৫:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনাকালে সুখবর নেই বললেই চলে। স্বজনহারার ঘটনা এখন নিয়মিতই। আফগানিস্তানের সেরা ক্রিকেটার রশিদ খান সবচাইতে বেশি আপনজন হারিয়েছেন। বৃহস্পতিবার মাকে হারিয়েছেন এই তারকা লেগ স্পিনার। মায়ের মৃত্যুর দুসংবাদ ফেসবুকে রশিদ খান নিজেই নিশ্চিত করেছেন। মায়ের মৃত্যু শোকে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার মা মারা গিয়েছেন। আমি আর কখনোই তার দোয়া ও শুভকামনা পাব না। আমি এবং আমার পরিবার অনেক খারাপ ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার মায়ের আত্মাকে শান্তিতে রাখুন।’ আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খান। ক্রিকেটের তিন সংস্করণেই দলটির সেরা পারফরমার তিনি। হালে বিশ্বক্রিকেটেও বড় নাম রশিদ খান। এরই মধ্যে সময়ের সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বাংলাদেশ সফরেও দুর্দান্ত বোলিং করেছেন রশিদ।