আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:২৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Mituকাগজ অনলাইন প্রতিবেদক: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছে জাতীয় নারী জোট।

বুধবার (৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠন‌টি।

মানববন্ধনে বক্তারা বলেন, একদল উগ্রপন্থী বিভিন্নভাবে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। যার ফলশ্রুতিতে একজন পুলিশের স্ত্রী হয়েও মাহমুদা আক্তার তাদের হাত থেকে রেহাই পায়নি। উগ্রপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদী সুর বেজে উঠলেও একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে।

তারা আরও বলেন, শিক্ষক-ছাত্র, বুদ্ধিজীবী, মুক্তমনা কেউ তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। ‌কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের জট খুলতে পারেনি। মিতু হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য উম্মে হাসান ঝলমলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি সৈয়দা শামীমা সুলতানা, কর্মজজীবী নারী রাবেয়া আক্তার প্রমুখ।