মিতু হত্যার মূল খুনি সন্দেহে আটক এক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের মূল খুনি সন্দেহে মো. শাহজামান ওরফে রবিন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিন কুমিল্লার লাকসাম থানার মো. শাহজাহানের ছেলে।
এ বিষয়ে শনিবার বেলা পৌনে একটায় সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, মিতু হত্যার সময় ঘটনাস্থলে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হয়ে যে যুবক হত্যাকাণ্ডে অংশ নেয় আমরা সন্দেহ করছি রবিনই সে যুবক। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে।
মিতু হত্যার ঘটনায় এ নিয়ে দুইজনকে আটক করা হলো। এর আগে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মঙ্গলবার (০৭ জুন) গভীর রাতে আবু নছর গুন্নুকে হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার মূসাবিয়ার মাজার থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।