মিথ্যা ঠিকানায় আসা দু’কোটি টাকার সিগারেট জব্দ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিথ্যা ঠিকানায় আমদানি করা প্রায় দুই কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রোববার (০৫ জুন) বিমানবন্দরের এয়ারওয়ে ফ্রেইট ইউনিটের এক নম্বর গেটের ভেতরে লুকানো অবস্থায় রাখা এসব সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান।
জব্দ সিগারেটগুলো দক্ষিণ কোরিয়ার তৈরি ‘জো ব্লাক’ ব্রান্ডের। এর মধ্যে রয়েছে ৩২ মাস্টার কার্টন রয়েছে (২ হাজার ৫৬০ মিনি কার্টন ও ৪ লাখ ৯ হাজার ৬শ’ স্টিক)।
মোহাম্মদ জাকারিয়া জানান, ৭১০ কেজি ওজনের ২টি ক্যারেটে এসব সিগারেট ২৬ এপ্রিল বিজি ০৮৭ যোগে কুয়ালালামপুর থেকে দেশে আসে।
পরে এগুলো এয়ারওয়ে ফ্রেইট ইউনিটের এক নম্বর গেটের ভেতরে লুকিয়ে রাখা হয়। চালানের গায়ে এয়ারওয়েজ বিল (এডব্লিবি) নম্বর ৯৯৭৬৪০৬৪০৯২।
এডব্লিবি অনুযায়ী, আমদানিকারক হিসেবে শহীদ এন্টারপ্রাইজ, রোড-১০, হাউজ-২৪, ডিআইটি, ঢাকা, ঠিকানা ব্যবহার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত ঠিকানা ব্যবসায়িক নয়, আবাসিক ও ভুয়া।
মিথ্যা তথ্য ব্যবহার করে চালানটি আমদানি করা হয়েছে। এসব সিগারেটের ওপর প্রায় ৬৯১ শতাংশ শুল্ক প্রযোজ্য। জব্দ সিগারেটের মূল্য প্রায় ২ কোটি টাকা। অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাকারিয়া।