আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মিমের বিশেষ তিন নাটক

মিমের বিশেষ তিন নাটক


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২২ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তার মূল জায়গা এখন চলচ্চিত্র। এ মাধ্যমেই ব্যস্ত থাকেন বেশি। তবে বিশেষ কাজ হলে ছোট পর্দায় বিজ্ঞাপন, নাটকে কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় মিম ঈদুল ফিতর উপলক্ষে ৩টি নাটকের শুটিং শেষ করছেন। সেই নাটকগুলোতে তার বিপরীতে কাজ করছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে তানিম রহমান অংশু পরিচালিত একটি নাটকেও কাজ করবেন
মিম। তবে ছোট পর্দায় কাজ করার বিষয়ে মিম বলেন, ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি। এবারো ৩টি কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই। আমি ও তাহসান ভাই বেশ মনোযোগ সহকারে এই নাটকগুলোর গল্প ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। বছরের শুরু থেকে বিয়ে করে আলোচনায় আছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। বর্তমানে পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন মিম। প্রকাশ করছেন ছবিও। কিন্তু গত এক বছরে তিনি নতুন কোনো সিনেমার কাজ করেননি। সবশেষ মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ ছবিগুলো। প্রতিটি ছবি নিয়েই বেশ আশাবাদী এ নায়িকা। তিনি বলেন, আমার যে কয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে প্রতিটির গল্প ও তাতে চরিত্র ভিন্নধর্মী। ছবিগুলো মুক্তি পেলে সবাই পছন্দ করবেন। এতটুকু বিশ্বাস। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সবমিলিয়ে মিম এক সুসময়ই পার করছেন বলা যায়। এখন বড় পর্দায় তার ছবি মুক্তি পেলেই পূর্ণতা পাবে।