আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মিয়ানমারে সংঘাত, বিপাকে বাংলাদেশের ১৩ হাজার কৃষক

মিয়ানমারে সংঘাত, বিপাকে বাংলাদেশের ১৩ হাজার কৃষক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৪ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করেছে। রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরের তিনটি গ্রামে ২ ঘণ্টায় ৫১টির বেশি শক্তিশালী গ্রেনেড ও মর্টারশেলের বিস্ফোরণ ঘটেছে। নাফ নদী সংলগ্ন মিয়ানমার অংশের নাকপুরা, বলিবাজার ও কাওয়ারবিল এলাকায় বিকট শব্দের ওই বিস্ফোরণে কেঁপে ওঠে টেকনাফ সীমান্তের অন্তত সাত কিলোমিটার এলাকা। এদিকে মিয়ানমারে সংঘাতের কারণে জীবনজীবিকা নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশের ১৩ হাজার কৃষক ও মৎস্যজীবী। স্থানীয় একাধিক সূত্র জানায়, নাকপুরা, কাওয়ারবিল ও বলিবাজারে থাকা মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একাধিক সেক্টর ও সীমান্তচৌকি দখলের জন্য হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আরাকান আর্মিকে প্রতিহত করতে আর্টিলারি ও মর্টারশেল নিক্ষেপ করছে সরকারি বাহিনী। বাংলাদেশের টেকনাফ পৌরসভা, সাবরাং, শাহপরীর দ্বীপ, হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তের সাত কিলোমিটারের মধ্যে থাকা লোকজন শেষরাতে ওপারের শক্তিশালী বিস্ফোরণ শুনতে পেয়েছেন। অন্ধকার রাতে মর্টারশেল বিস্ফোরণের (আগুনের শিখা) ঝলক এপার থেকে দেখা যায়। টেকনাফ স্থলবন্দরে পণ্য নিয়ে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী বলেন, সাত থেকে আট দিন ধরে আরাকান আর্মি মংডু টাউনশিপের দক্ষিণ-পূর্বের শহর রাচিডংয়ে হামলা বাড়িয়েছে এবং গত রোববার রাতে রাচিডং শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এরপর তারা পাশের বুচিডং ও মংডু শহর দখলের চেষ্টা চালাচ্ছে। দিনের বেলায় উভয় পক্ষ চুপচাপ থাকলেও রাতে সরকারি অবস্থানে হামলা চালাচ্ছে আরাকান আর্মি। মংডু থেকে রাখাইন রাজ্যের রাজধানী সিথুয়ে (আকিয়াব) যাতায়াতের মধ্যভাগে রাচিডং ও বুচিডং শহরের অবস্থান। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, সাত থেকে আট দিন ধরে দিনের বেলায় গোলাগুলি ও সংঘাত বন্ধ আছে, কিন্তু তিন দিন ধরে মধ্যরাতে মংডুর উত্তরে নাকপুরা, কাওয়ারবিল, বলিবাজারসহ কয়েকটি গ্রামে শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। সম্ভবত সেখানকার সেনাবাহিনী ও বিজিপির ঘাঁটি দখলের চেষ্টা চালাচ্ছে আরাকান আর্মি। স্থানীয় কয়েক জনপ্রতিনিধি জানান, বুধবার সারা দিন শান্ত পরিস্থিতি গেলেও রাত ২টার দিকে ওপারে থেমে থেমে মর্টারশেল ও গ্রেনেড বিস্ফোরণ ঘটছিল। ভোর ৪টা পর্যন্ত ৫০টির বেশি বিস্ফোরণ শোনা যায়। এরপর বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ওপারে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ কানে আসেনি। হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, টানা দেড় মাসের বেশি চলমান সংঘাত ও শক্তিশালী মর্টারশেল ও গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় টেকনাফ সীমান্তের চারটি ইউনিয়নের অন্তত ২১ হাজার মানুষ ক্ষতির সম্মুখীন। এর মধ্যে অন্তত সাত হাজার জেলে মাছ শিকারে নাফ নদীতে নামতে পারছেন না। বিপাকে ১৩ হাজার কৃষক : এদিকে মিয়ানমারে সংঘাতের কারণে ১৩ হাজার কৃষক ও মৎস্যজীবী শাকসবজির চাষাবাদ এবং কাঁকড়া-চিংড়ি উৎপাদনের জন্য নাফ নদীর তীরের জমিতে যেতে পারছেন না। পবিত্র রমজান মাসে পরিবারগুলোর দুর্বিষহ জীবন কাটলেও এ পর্যন্ত সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো সহায়তা পায়নি তারা। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে জানিয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।