মিরপুরে ফের বৃষ্টি, খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২১ , ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : সেই সাতসকাল থেকেই ক্রিকেট অনুরাগীদের উন্মুখ অপেক্ষা, কখন বন্ধ হবে টিপ টিপ বৃষ্টি। কখন শুরু হবে খেলা! আগের দিন না হওয়া সময় পুষিয়ে নিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল চেয়েছিলেন আজ সকাল ১০টার বদলে ৩০ মিনিট আগে খেলা শুরু করতে। কিন্তু তা আর হলো না। সাড়ে ৯টায় পিচ ছিল কভারে ঢাকা। তখন মনে হচ্ছিল লাঞ্চের আগে আগে আর খেলা শুরুর সম্ভাবনা বুঝি খুব কম। কিন্তু সে অনিশ্চয়তার পাশাপাশি কেটেছিল আকাশের মেঘ। বৃষ্টিও বন্ধ হয়েছিল। সরিয়ে নেওয়া হয়েছিল পিচ ও ৩০ গজের কভার। সকাল ১০টা ৪০ মিনিটে মাঠ ও পিচ পরিদর্শনের কথা ছিল দুই আম্পায়ার মাইকেল গফ আর শরফুদৌলা ইবনে শহীদ সৈকতের। কিন্তু হায়! সে আশার গুঁড়েবালি। আবার শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি। ১০টা ৪০ মিনিট নাগাদ শুরু হওয়ার সেই বৃষ্টিতে আবারও ত্রিপল দিয়ে ঢাকা হলো পিচ এবং তার আশপাশ।
হয়তো আজ এভাবেই চলবে সারাদিন। কখন যে খেলা শুরু হবে, বলা মুশকিল। শুরু হলেও, স্বস্তিতে খেলা হবে কি না তাও নিশ্চিত নয়।