আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মিরপুরে ‘মর্টারশেল’, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

মিরপুরে ‘মর্টারশেল’, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২১ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   রাজধানীর মিরপুরের বীর বিক্রম হেমায়েত উদ্দিন সড়কে একটি বাড়ির মাটি খননের সময় মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরইমধ্যে উদ্ধার করা বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিস্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। বুধবার সকালে বাংলাদেশ জার্নালকে এ তথ্য জানান র‌্যাবের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, মিরপুরের ১ নাম্বারের বীর বিক্রম হেমায়েত উদ্দিন সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করে র‌্যাব। মর্টারশেল সদৃশ বস্তুটি নিরাপদ স্থানে নিয়ে তা যাচায় বাছায় করে নিস্ক্রিয়ের চেষ্টা করছে বোম ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে দুপুর ১ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান মাসুম বিল্লাহ।