আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মিরসরাইয়ে আগুনে পুড়লো ৩ বসতঘর

মিরসরাইয়ে আগুনে পুড়লো ৩ বসতঘর


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


mir-firমিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পুরাতন শুভপুর বাসস্টান্ড এলকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিনটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে।

টাকার অংকে এ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩২ লাখ টাকা বলে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

বৃহস্পতিবার (০২ জুন) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা বিস্তার লাভ করে পাশে থাকা তিনটি বসতঘর ও রান্নাঘরে লেগে যায়।

এ সময় স্থানীয়রা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি জানিয়েছেন করেরহাট ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন।