আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মিশা-জায়েদ প্যানেলে নির্বাচন করছেন মৌসুমী

মিশা-জায়েদ প্যানেলে নির্বাচন করছেন মৌসুমী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২২ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন প্রতিবেদক : অবশেষে গুঞ্জন সত্যি হলো৷ ‘সোনার চর’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী ও নায়ক জায়েদ খান। সে ছবির শুটিংয়ে গিয়ে জায়েদ খানকে মিষ্টি খাইয়েছিলেন বোনের চরিত্রে অভিনয় করা মৌসুমী। সে ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ গেল দুইবারের শিল্পী সমিতির নির্বাচনে বিপক্ষ শিবিরের দুই প্রার্থীর এক হওয়ার বিষয়টিও আলোচনা আসে তখন। শোনা যাচ্ছিলো, জায়েদ খানের প্যানেলে সভাপতি পদে লড়বেন এ নন্দিতা নায়িকা। গুঞ্জন সত্যি হলো বটে ৷ তবে সভাপতি পদে নয়, মৌসুমী লড়বেন অন্য একটি পদে। এখানে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে সভাপতি পদে প্রার্থী মিশা সওদাগর। মৌসুমীর নির্বাচনে আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে মিশা-জায়েদ প্যানেলের এক সদস্যের সূত্রে৷ এদিকে জানা গেল, বাংলাদেশ ফিল্ম ক্লাবের রাজনীতির প্রভাবেই মৌসুমী এবার নির্বাচনে এসেছেন৷ ফিল্ম ক্লাবের বর্তমান কমিটির কেউ কেউ চান মৌসুমী এবার মিশা-জায়েদ প্যানেলে নির্বাচন করবেন। উল্লেখ্য, এর আগে একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন মৌসুমী। জয়ীও হয়েছেন একাধিকবার। তবে সর্বশেষ নির্বাচনে গেল বছর মিশা সওদাগরের কাছে সভাপতি পদে হেরে যান মৌসুমী।