আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যায় অভিযুক্ত করবে যুক্তরাষ্ট্র

মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যায় অভিযুক্ত করবে যুক্তরাষ্ট্র


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২২ , ৩:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বলে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। রবিবার এক মার্কিন কর্মকর্তা বলেছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর পরিচালিত সহিংসতা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল- এ সিদ্ধান্তে এসেছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।

আজ সোমবার (২১ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওয়াশিংটনের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করবেন। এসময় তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। গত বছরের ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মালয়েশিয়া সফরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের আচরণ গণহত্যা কি না, তা খুবই সক্রিয়ভাবে খতিয়ে দেখা হবে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সেনাবাহিনীর এক অভিযানে ২৪ লাখেরও বেশি রোহিঙ্গা নিহত হয়। প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আফ্রিকার দেশ গাম্বিয়া নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। এ মামলার বিচারকাজ এখনও চলমান।