আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড মিয়ানমারে বন্যায় ২ জনের মৃত্যু

মিয়ানমারে বন্যায় ২ জনের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


1465অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগটিতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়।

 অবিরাম বর্ষণে খাঁড়িগুলো প্লাবিত হয়ে গ্রামগুলোতে বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ওই অঞ্চলের কাথা এলাকায় বৃহস্পতিবার ভূমিধসের সৃষ্টি হয়েছে। খবর সিনহুয়ার।
উংথো এলাকায় বন্যায় শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে, গবাদিপশু মারা গেছে, সেতুর ক্ষতি হয়েছে ও ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন হয়েছে।
কাউলিনে বন্যায় ৪ হাজার বাড়িঘরের ক্ষতি হয়েছে। বাসিন্দারা এই দুর্যোগের জন্য স্বর্ণখনিতে বেপরোয়াভাবে মাটি উত্তোলনকে দায়ী করেছে।
আঞ্চলিক সরকার বন্যার্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।
গত বছরের আগস্ট মাসে সাগাইং অঞ্চলটিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। তখন ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়।