মিয়ানমার থেকে পালিয়েছে ১০ হাজার মানু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৩ , ৬:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : সেনাবাহিনী এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বুধবার থেকে চলা ভয়াবহ লড়াই থেকে বাঁচতে মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিক পালিয়ে থাইল্যান্ড চলে গেছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই বাসিন্দারা সামরিক সমর্থক মিলিশিয়া নিয়ন্ত্রিত এবং চীনা মালিকানাধীন ক্যাসিনোর শহর শ্বে কোক্কো থেকে পালিয়ে যাচ্ছে।
কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং এর সহযোগীরা বুধবার শ্বে কোক্কোর কাছে সামরিক ফাঁড়ি এবং একটি তল্লাশি চৌকিতে আক্রমণ শুরু করে। সংঘর্ষে উভয় পক্ষের ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে কেএনএলএ বিবিসি থাইকে জানিয়েছে।
সীমান্তবর্তী অঞ্চলে সাহায্য কর্মীরা থাইল্যান্ডের মায়ে সোট এবং মায়ে রামাত অঞ্চলে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। কারণ শরণার্থীরা স্কুল, মঠ এবং রাবার খামারগুলিতে আশ্রয় চাইছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর সেনাবাহিনীর সঙ্গে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলির লড়াই তীব্র হয়েছে। স্বায়ত্ত্বশাসনের দাবিতে, সীমান্তবর্তী রাজ্যের এই গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করে আসছে। সম্প্রতি এই গোষ্ঠীগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ক্ষমতাচ্যুত সু চির দলের নেতারা। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তারা পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামের একটি বাহিনীও গঠন করেছে।