আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মীরাক্কেলের দ্বিতীয় রানারআপ বাংলাদেশের তৌফিক

মীরাক্কেলের দ্বিতীয় রানারআপ বাংলাদেশের তৌফিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২১ , ১:০১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :‌ ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স সিজন ১০’-এ দ্বিতীয় রানারআপ হয়েছেন বাংলাদেশের তৌফিক এলাহী আনসারী উচ্ছ্বাস। রবিবার (৩০ মে) ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় অনুষ্ঠানটির চূড়ান্ত পর্বে প্রচারিত হয়।
একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থসারথী বাটাবাইলিনকেও দ্বিতীয় রানারআপ ঘোষণা করা হয়। সিধু হোশ ও রোশনি যৌথভাবে হয়েছেন প্রথম রানারআপ। যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয় শান্তনু মণ্ডল ও শুভজিৎ দাসকে।
মীরাক্কেল ফিনালের জমজমাট পর্বে বাংলাদেশ থেকে মোঃ তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস নিয়ে এল এক গুচ্ছ দমফাটা হাসির…চূড়ান্ত পর্বে বিচারকের আসনে ছিলেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী।
তৌফিক এলাহী আনসারী বাংলাদেশের রংপুরে বেড়ে উঠেছেন। মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালের জন্য গত মাসে কলকাতায় যান। সেখান থেকে ফিরে বর্তমানে তিনি কুষ্টিয়ায় কোয়ারেন্টাইনে রয়েছেন। মীরাক্কেল সিজন ১০ এ চার জন বাংলাদেশি প্রতিযোগী অংশ নেয়। তিন জন গ্র্যান্ড ফিনাল অবধি টিকে থাকেন। এরমধ্যে রিমোন ও রাশেদ চলমান লকডাউনের কারণে সেখানে উপস্থিত হতে পারেননি।