আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি, বললেন শাওন

মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি, বললেন শাওন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২২ , ৫:৩২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  দেশের মানুষের দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে শনিবার সকালে, স্বপ্ন হয়েছে সত্যি। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ছিলেন শোবিজ তারকারাও।

এসময় আয়োজনে হাজির হয়ে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। এ এক অসাধারণ অনুভূতি। আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনটা স্বচক্ষে দেখতে পারছে। যারা সামনাসামনি দেখছি, টিভিতে দেখছি বা বিশ্বের যে কোনও প্রান্ত থেকে দেখছি; এটা সবার জন্য একটা অসাধারণ অনুভূতি, একটা গর্বের বিষয়।’

অভিনেত্রী আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার না মানা জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আমরা সেটা আরও একবার প্রমাণ করতে পারলাম। এটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের সবার জন্য।’

মেহের আফরোজ শাওন ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে শোবিজের আরও উপস্থিত আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খানসহ অনেকে।