আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মুন্সিগঞ্জে স্কুলছাত্রী অপহরণের প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী অপহরণের প্রতিবাদে মানববন্ধন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৪:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Photoমুন্সীগঞ্জ: স্কুলছাত্রী টুম্পাকে অপহরণের প্রতিবাদে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে মানববন্ধন ও ঝাড়ুমিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিখোঁজের ৮দিন কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি স্কুলছাত্রী টুম্পার।

মানববন্ধনে টুম্পার বাবা ও মা কান্নায় ভেঙে পড়ে। তারা বলেন, তারা তাদের মেয়েকে যেকোনো মূল্যেই ফিরে পেতে চান।

এছাড়াও সেখানে বক্তব্য রাখেন- সদ্য ৩নং আব্দুল্লাহপুর ইউনিয়নের মেম্বার মো. রতন চন্দন কুমার কুণ্ডু, ১,২,৩ নং ওয়ার্ডের মেম্বার ঝর্না বেগম, আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন প্রমুখ।