মুন্সীগঞ্জে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় এক তরুণ গুলিতে নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুইজন।
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
মুন্সিগঞ্জ: জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, শনিবার মধ্যরাতে শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় এ ঘটনার পর অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক শৈবাল কুমার বসাক জানান, নিহত মো. জনির (১৭) পেটে গুলি লেগেছিল। পায়ে গুলিবিদ্ধ মানিক সরকার (৩০) ও কালু ব্যাপারীকে (৩১) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার জানান, গত ডিসেম্বরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুলের লোকজনের সঙ্গে বিজয়ী কাউন্সিলর জাকির হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল।
“এর জেরে গতরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।”
পরে পুলিশ মো. অপু (৪০) নামের এক যুবককে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে বলে পুলিশ সুপার জানান।