আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মুম্বাইয়ের ২ ফ্ল্যাট বিক্রি করে দিলেন প্রিয়াংকা?

মুম্বাইয়ের ২ ফ্ল্যাট বিক্রি করে দিলেন প্রিয়াংকা?


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৩ , ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছেন বেশ কয়েক বছর আগে। এখন হলিউডেই নিজের জায়গা করে নিয়েছেন প্রিয়াংকা চোপড়া। শুধু পেশাদার জীবন নয়, প্রিয়াংকার পারিবারিক জীবনও এখন বিদেশেই। মার্কিন পপ তারকা নিক জোনাসকে ২০১৮ সালে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলসেই সংসার পেতেছেন অভিনেত্রী। মেয়ে মালতীকে নিয়ে লস অ্যা়ঞ্জেলেসে প্রাসাদোপম বাড়িতেই এখন থাকেন তারা। যদিও মুম্বাইয়ে যাতায়াত রয়েছে প্রিয়াংকার। সম্প্রতি মুম্বাইয়ে নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন প্রিয়াংকা। বলিপাড়ার এক পরিচালকের কাছেই বিক্রি করলেন তার ফ্ল্যাট দুটি। অভিনেত্রীর এই ফ্ল্যাট দুটি মুম্বাইয়ের আন্ধেরিতে লোখন্ডওয়ালা এলাকায় অবস্থিত। মূলত অফিস হিসাবেই ওই অ্যাপার্টমেন্ট ব্যবহার করতেন তিনি। খবর, প্রায় ৬ কোটির বেশি টাকার বিনিময়ে সেই সম্পত্তি বেঁচে দিয়েছেন তারকা। ২০২১ সালে ওই সম্পত্তি ভাড়া নিয়েছিলেন এক দন্ত্য চিকিৎসক দম্পতি। এতদিন তার জন্য মাসিক দু’লাখের বেশি ভাড়াও গুনতে হয়েছে তাদের। এ বার সেই ফ্ল্যাট দুটি কিনে নিলেন পরিচালক অভিষেক চৌবে। একটি প্রায় ২.২৩ কোটি টাকায়, অন্যটি ৩.৭৫ কোটিতে বিক্রি হয়েছে। চলতি বছর অক্টোবর মাসে সম্পত্তির হস্তান্তর হয়। খুব শীঘ্রই হলিউডে ‘হেড অফ স্টেট’ ছবিতে দেখা যাবে প্রিয়াংকাকে। এ ছাড়াও শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবির জন্য ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। তিনি সম্মতি দিয়েছেন কি না, তার সদুত্তর মেলেনি।