আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য মুরগির দাম বাড়লো আবার, সাথে পেঁয়াজ দ্বিগুণ

মুরগির দাম বাড়লো আবার, সাথে পেঁয়াজ দ্বিগুণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ৩:২১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক :  আগের দু সপ্তাহ কিছুটা কম থাকার পর এ সপ্তাহে এসে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে মুরগির দাম। বাজারে মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে প্রায় ২০-২৫ টাকা দরে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০-১৭৫ টাকা, গত সপ্তাহে যা ছিলো ১৫০-১৫৫ টাকা। বাজারে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৯০ টাকা, গত সপ্তাহে যা ছিলো ২৫০-২৮০ টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে পেঁয়াজের। আগের সপ্তাহের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজারে দেশি পেঁয়াজের দাম ৫০-৬০ টাকা। এক সপাহ আগেও যা ছিলো ২৫-৩০ টাকা।

বাজারে পেঁয়াজের দামের এই উচ্চলাফ নিয়ে বিক্রেতারা বলছেন, বৃশটির কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়াতেই উচ্চহারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সবজি বাজারে গিয়ে দেখা যায়, গত সপ্তাহে ১০০ টাকা ছুঁয়ে ফেলা বেগুনের দাম কিছুটা কমেছে এই সপ্তাহে। বাজারে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। বেগুন বাদে অন্যান্য বেশিরভাগ সবজির দামই আগের সপ্তাহের মতোই রয়েছে।

বাজারে পাকা টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৫০ টাকা দরে। ফুলকপির দামও আগের সপ্তাহের মতো এই সপ্তাহে রয়ে গেছে ৫০-৬০ টাক করে। এছাড়া শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা দরে আর লালশাকের আঁটি ১০-১৫ টাকা দরে।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার ওপরের ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা কেজিপ্রতি। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০-৪৫০ টাকা দরে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজিপ্রতি।