আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মুলাদীতে নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

মুলাদীতে নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


fullবরিশাল: বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে মিঠু খান (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) সকাল ১০টায় নন্দী বাজার সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিঠু খান উপজেলার চরকালেখা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোনায়েম খানের ছেলে এবং স্থানীয় চরকালেনখান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য বাবুল খান।

তিনি আরো জানান, দু’দিন আগে মিঠু খান নিখোঁজ হয়। তাকে অনেক জায়গায় খোঁজ করেও কোথাও পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি মিঠুর বলে শনাক্ত করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।