আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না, জীবন চালিয়ে নিতে হবে

মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না, জীবন চালিয়ে নিতে হবে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২০ , ৫:০২ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে নিজের লক্ষ্য বাস্তবায়নে কোনো ভয় নয়। কারণ যেখানেই থাকি, যেকোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যু একদিন অবশ্যই হবে। তাই বলে মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না। ভয় পাই না।
তিনি বলেন, করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। জীবনকে চালিয়ে নিতে হবে। জীবন ও মৃত্যু খুব কাছাকাছি। আমরা গতকালই আমাদের দুইজন নেতাকে হারিয়েছি। একের পর এ ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। এটা অত্যন্ত কষ্টের।

সোমবার (১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সেস (এসএসএফ) এর ৩৪তম পতিষ্ঠাবার্ষিকীতে গণবভনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এসব কথা বলেন।

করোনভাইরাস সব অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ দেশের সকল অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। দেশের বিভিন্ন খাতের অগ্রগতির দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২০ সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু করোনাভাইরাসের কারণে আমরা আমাদের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারছি না।
প্রধানমন্ত্রী বলেন, শুধু আমরা না, বিশ্বের শক্তিশালী দেশগুলোও অসহায়। যারা কথায় কথায় বোমা মারতো তারাও এখন অসহায়। তারা এখন করোনাভাইরাসের সঙ্গেই পারছে না।

প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য এই ভাইরাস সমস্ত বিশ্বকে দুর্বল করে ফেলেছে। সামান্য এই ভাইরাসের সঙ্গে গোটা বিশ্ব পেরে উঠছে না। জানি না, আল্লাহর কী ইচ্ছা।

দেশ ও মানুষের সেবা করার সুযোগ দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের মানুষকে, জনগণকে ধন্যবাদ জানাই। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিয়েছে।