আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মৃত্যুর গুজব: লাইভে বললেন ‘বেঁচে আছি’

মৃত্যুর গুজব: লাইভে বললেন ‘বেঁচে আছি’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২১ , ১২:৩৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


‘দিনের শেষে ডেস্ক  ইত্যাদি’র নাতি খ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর মৃত্যুর গুজব শুক্রবার মধ্যরাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন এই অভিনেতা নিজেও। উপায় না পেয়ে ফেসবুক লাইভে এসে জানালেন, ‘বেঁচে আছি’।

ভিডিও বার্তায় তিনি বলেন, দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল (শুক্রবার) কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি। উল্লেখ্য, ১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়।