আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ মৃত হাঙ্গরের পেট থেকে দুই শাবকের জন্ম! (ভিডিও)

মৃত হাঙ্গরের পেট থেকে দুই শাবকের জন্ম! (ভিডিও)


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:০৪ অপরাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


sharkঅনলাইন ডেস্ক: সমুদ্র সৈকতে পড়ে আছে মৃত এক হাঙর। গর্ভে প্রাণ আছে দুই শাবকের! জন্মের পর দুই সাবকই সুস্থ। শিহরণ জাগানো এই ঘটনার সাক্ষ্মী প্যালেস্তাইনের সমুদ্র সৈকত।

বাইরে থেকে দেখলে বোঝার কোন উপায় নেই যে সেই মৃত হাঙ্গরের গর্ভে তখনও জীবিত রয়েছে দুই বাচ্চা হাঙ্গর।

হাঙ্গর বিশেষজ্ঞ না হলে এমনটা আন্দাজ করাও অসম্ভব। তবে এটাই বোধহয় মিরাকেল! এক পর্যটক যখন ঐ মৃত হাঙ্গরের পেট কাটলেন, তখনই বেরিয়ে এল দুই বাচ্চা হাঙ্গর। পরে ঐ দুই বাচ্চাকে সমুদ্রে ছাড়া হল। এটা কোন গল্প কথা নয়, বাস্তব।

দেখুন সেই ভিডিও-

https://youtu.be/Pr4-HvyR-J0