আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মেঘমল্লার খেলাঘর আসরের দেশজ ফল উৎসব অনুষ্ঠিত

মেঘমল্লার খেলাঘর আসরের দেশজ ফল উৎসব অনুষ্ঠিত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৪ , ৫:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম (সীতাকুন্ড) প্রতিনিধি : বিদেশি কম পুষ্টিগুণ সম্পন্ন ফলের ভিড়ে দেশজ মৌসুমী উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল গুলোর নাম আমাদের নতুন প্রজন্ম ভুলতে বসেছে। দেশজ ফল গুলোর পুষ্টিগুণ সম্পর্কে আমাদের প্রচারণা খুবই কম। বরঞ্চ দেশজ ফল খেতে নিরুৎসাহিত করা হয়। উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ মাধ্যমে আমাদের দেশজ ফল গুলোর উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আমাদের এইসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আর এই কাজটি করতে পারে একমাত্র সংগঠন খেলাঘর। ফল খান দেশি, বল পান বেশি স্লোগানে গত ২৮ জুন শুক্রবার বিকাল ৩টায় সীতাকুণ্ড হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত দেশজ ফল উৎসবে অতিথিবৃন্দরা উপরোক্ত বক্তব্য প্রদান করেন।


মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন কুমার মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য চিকিৎসা বিজ্ঞানী খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ড একিউএম সিরাজুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) এর প্রধান নির্বাহী জনাব আরিফুর রহমান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ অজিত আইচ, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম , সম্পাদক মন্ডলী সদস্য মনোয়ার জাহান মনি, অংকুর খেলাঘর আসরের সভাপতি সঞ্জয় রায়, সুরাঙ্গনা খেলাঘর আসরের সভাপতি পরেশ দাসগুপ্ত, নিপোবন খেলাঘর আসরের আহবায়ক শিক্ষক বিজয় কুমার দেব, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক অশোক দাস, বিজয় কুমার রায়, জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সমিরন ভট্টাচার্য ,উজ্জ্বল নাথ, নয়ন বড়ুয়া, অভিজিৎ শ্যাম জেকি।
অনুষ্ঠানে বিভিন্ন প্রকার মৌসুম দেশজ ফলের গন্ধে পুরো মিলনায়তন ভরে যায়। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় আসরের ভাই-বোনদের মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক একাডেমীর বর্ষ সমাপনী পরীক্ষা ফলাফল ঘোষণা ও উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।