আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মেজবার নতুন গান ‘ফটো’

মেজবার নতুন গান ‘ফটো’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২১ , ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : তরুণ গায়ক মেজবার কন্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘ফটো’। দেশবরেণ্য গীতিকার অনুরূপ আইচের লেখা ও সুরে ফটো গানটি প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেলে। গানটির সংগীত পরিচালনা করেছেন মোশারফ। এ প্রসঙ্গে মেজবা বলেন, অনুরূপ আইচের গান গাইতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। এর আগে উনার লেখা আমার প্রথম গান ‘বৃষ্টি ঝরছে’ প্রকাশ পেয়েছিল অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে। সেই গানে ভালো সাড়া পাওয়ার পর ‘ফটো’ গানটি করলাম। এটা মজার একটা গান। আশাকরি সবারই ভালো লাগবে। মেজবার নতুন গান ‘ফটো’ সম্পর্কে অনুরূপ আইচ বলেন, মেজবা মধ্যে গানের প্রতি অদম্য এক ভালোবাসা আছে। যা আমাকে মুগ্ধ করেছে। তার আন্তরিকতার কারণেই ‘ফটো’ গানটি প্রকাশ পেয়েছে। এই গানে ভালো সাড়া পাচ্ছি। করোনার প্রকোপ কমলে এই গানের সুন্দর ভিডিও উপহার দেয়ার ইচ্ছা আছে আমাদের।