আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২২ , ৫:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক :  পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মেহেরপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে আজ ৮ জানুয়ারি মেহেরপুর জেলার খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সবুজ আন্দোলন মেহেরপুর সদর উপজেলা সমন্বয়কারী আল মাসুম’র সঞ্চালনায় খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃএলতাস উদ্দিন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা।

বিশেষ অতিথি মেহেরপুর জজকোর্টের আইজীবি ও খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মিয়াজান আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবুজ আন্দোলন নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করছে। সবুজায়নের পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থী ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানে কাজ করছে। আগামীতে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কাগজ-কলম ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।