আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসিদের বিপক্ষে রোনালদোর অভিষেক দেখতে ২০ লাখ টিকিটের চাহিদা

মেসিদের বিপক্ষে রোনালদোর অভিষেক দেখতে ২০ লাখ টিকিটের চাহিদা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৩ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক হচ্ছে ১৯ জানুয়ারি। তার ক্লাব আল নাসের ও আল হিলালের সমন্বিত অল স্টার একাদশের হয়ে মাঠে নামবেন তিনি। কিন্তু এই ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। কারণ আরবের মাটিতে তার প্রথম ম্যাচ হচ্ছে লিওনেল মেসির দল প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে। সময়ের অন্যতম সেরা দুই তারকার মুখোমুখি লড়াই দেখতে অনলাইনে টিকিটের জন্য ২০ লাখ অনুরোধ এসেছে।

গত ৩০ ডিসেম্বর বার্ষিক সাড়ে ৭ কোটি ডলারে রিয়াদ ভিত্তিক আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন রোনালদো। কিন্তু গত নভেম্বরে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের আরোপিত নিষেধাজ্ঞায় নতুন দলের দুই ম্যাচে দর্শক ছিলেন। শাস্তি শেষ হয়েছে, ২২ জানুয়ারি মরসুল পার্কে আল ইত্তিফাকের বিপক্ষে লিগে অভিষেক হচ্ছে তার। এর আগে সৌদির মাটিতে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার খেলতে নামবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

মেসির সঙ্গে কিলিয়ান এমবাপ্পে ও নেইমারও মুখোমুখি হবেন রোনালদোর। প্রদর্শনী ম্যাচ হলেও চার তারকার লড়াই দেখতে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের জন্য টিকিটের চাহিদা আকাশছোঁয়া। অনলাইনে ২০ লাখের বেশি আবেদন পড়েছে।

মূলত রোনালদো ও মেসির প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ক্লাব ও দেশের হয়ে দুই তারকার ফুটবল ক্যারিয়ারে দেখা হয়েছে ৩৬ বার। এর মধ্যে মেসি ১৬ জয়ে এগিয়ে, রোনালদো ১১টি। মেসি করেছেন ২২ গোল, একটি কম রোনালদোর।