মেসির দলবদল নিয়ে প্রশ্ন তোলায় গোলকিপারের চুক্তি বাতিল করল মায়ামি
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২৩ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : লিওনেল মেসিকে দলে ভেড়ানোর জন্য প্রস্তুত নয় ইন্টার মায়ামি- এমন মন্তব্য করে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হলো নিক মার্সম্যানকে। ডাচ গোলকিপারের চুক্তি বাতিল করে দিয়েছে ডেভিড ব্যাকহামের মালিকানাধীন ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী, একটি ক্লাব এক মৌসুমে একজন খেলোয়াড়ের চুক্তি বাতিল করার ক্ষমতা রাখে। ইন্টার মায়ামি সেই ক্ষমতাই প্রয়োগ করল মার্সম্যানের ক্ষেত্রে। ফলে ৩২ বছর বয়সী এই গোলকিপারকে এখন নতুন ক্লাব খুঁজতে হবে। ঘটনার সূত্রপাত অবশ্য আরও আগে। গত জুন মাসে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির চুক্তি নিয়ে যখন তুমুল ব্যস্ত ইন্টার মায়ামির কর্মকর্তারা, তখন ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছিলেন মার্সম্যান। তিনি বলেছিলেল, মেসির মতো খেলোয়াড়ের উপযোগী অবকাঠামো নেই ইন্টার মায়ামির। আর এটাই ক্লাবের মালিকপক্ষ মানতে পারেনি। সেই সাক্ষাৎকারে মার্সম্যান বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি মেসিকে দলে ভেড়ানোর জন্য প্রস্তুত নয় ক্লাব (ইন্টার মায়ামি)। আমাদের স্টেডিয়াম অস্থায়ী, দর্শকরা মাঠে নেমে যেতে পারে এবং কোনো গেটও নেই। আমরা নিরাপত্তা ছাড়াই স্টেডিয়াম থেকে বের হউ। আমি মনে করি তারা প্রস্তুত নয়। ‘
তবে মার্সম্যান যাই-ই বলুন না কেন, মেসি ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন। জমকালো আয়োজনে তাকে বরণ করে নিয়েছে ক্লাবটি। এরইমধ্যে অভিষেক ম্যাচসহ কয়েকটি ম্যাচ খেলেও ফেলেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা তিন ম্যাচে জোড়া গোল করে দলকে লিগস কাপের কোয়ার্টার ফাইনালেও তুলেছেন তিনি। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৪ ম্যাচে ৭ গোল করেছেন মেসি। তবে লিগে এখনও অভিষেক হয়নি তার।