আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসির প্রত্যাবর্তনে বড় জয় আর্জেন্টিনার

মেসির প্রত্যাবর্তনে বড় জয় আর্জেন্টিনার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৬, ২০২২ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভেনেজুয়েলার বিপক্ষে আজ বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেরা জিতেছে ৩-০ গোলে। একটি করে গোল করেছেন ম্যাচে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গঞ্জালেস। জোড়া অ্যাসিস্ট রদ্রিগো ডি পলের।
চার মাস পর এ ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ফিরেছেন মেসি। ‘মেসি শো’ দেখতে লা বম্বোনেরা স্টেডিয়ামে উপচে পড়া ভিড় ছিল দর্শকের। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা হতাশ করেননি তাদের। ৮২তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার অ্যাসিস্টে আর্জেন্টাইনদের আনন্দে ভাসান মেসি। এর চার মিনিট আগে ডি পলের সহায়তায় স্কোরশিটে নাম তুলেন ডি মারিয়া। ৩৫তম মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি নিকো গঞ্জালেসের। এ গোলেও সরাসরি অবদান ডি পলের। লাতিন আমেরিকার বাছাই পর্বে ১৬ ম্যাচে ১১টিতেই জিতেছে আর্জেন্টিনা। ড্র করেছে ৫টি। ৩৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ব্রাজিলের পেছনেই। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সেলেসাওরা। ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বাছাই পর্বের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডরের।