আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসির ফেরা মানে পিএসজির নিশ্চিত সম্ভাবনা: গালটিয়ের

মেসির ফেরা মানে পিএসজির নিশ্চিত সম্ভাবনা: গালটিয়ের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   ২৩ দিন পর আবারও লিওনেল মেসির পায়ে ফুটবল। নেমেই করলেন গোল। কাতারে বিশ্বকাপ জয় উদযাপন শেষে পিএসজির জার্সিতে প্রথমবার মাঠে নেমে আলো ছড়ালেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। বুধবার অঁজের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানে দলকে জেতানোর পর কোচের কাছে প্রশংসিত হলেন মেসি।

২-০ গোলে পার্ক দে প্রিন্সেসে জিতেছে পিএসজি। প্রথম গোল বিল্ডআপের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। পরে নিজে একটি গোল করে উল্লাসে ভাসান দর্শকদের। লিগের শীর্ষ দল সেরা পারফর্ম না করতে পারলেও মেসি গড়ে দেন পার্থক্য। ম্যাচ শেষে কোচ ক্রিস্টোফে গালটিয়ের বলেছেন, ‘আজ আবারও আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে দেখলাম। লিও খেলতে চেয়েছিল, সুস্থ হয়ে ফিরে এসেছে এবং যখন আমরা তাকে মাঠে রাখি, আমাদের নিশ্চিত (জয়ের) সম্ভাবনা। সে পুরো ম্যাচ খেলতে পেরেছে, এটা খুব ভালো।’

আগামী রোববার রেনের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে আক্রমণভাগের তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।