আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসির মেজর লিগের চেয়ে নিজের সৌদি প্রো লিগকে এগিয়ে রাখলেন রোনাল

মেসির মেজর লিগের চেয়ে নিজের সৌদি প্রো লিগকে এগিয়ে রাখলেন রোনাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ৫:২৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  প্রশ্নটা ঠিক কী করা হয়েছিল তা বোঝার উপায় নেই। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যে উত্তর দিয়েছেন তার সারাংশ দাঁড়ায় এরকম, ‘এমএলএসের চেয়ে সৌদি প্রো লিগ ভালো। আমি ১০০% নিশ্চিত, ইউরোপীয় ক্লাবে আর ফিরব না।’  সম্প্রতি ইতালির সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর উদ্বৃতি দিয়ে এই পোস্ট করেছেন। রোনালদোর সাক্ষাৎকারের পুরো অংশ অবশ্য প্রকাশ করেননি রোমানো।

রোনালদোর বিশ্বাস সামনে আরো খেলোয়াড় সৌদিতে যোগ দেবে,‘এক বছরের মধ্যে আরও সেরা খেলোয়াড়রা সৌদিতে আসবে। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি ও ডাচ্ লিগকে ছাড়িয়ে যাবে।’ এদিকে ইউরোপী ফুটবল নিয়ে রোনালদোর ধারনা খুবই নেতিবাচক। তার মতে, ইউরোপীয়ান লিগগুলোতে খেলার মান কমে গেছে। তার ভাষ্য এরকম, ‘আমার বয়স এখন ৩৮ বছর। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ফুটবল মান হারিয়ে ফেলেছে। শুধু একটি প্রতিযোগিতাই তার মান ধরে রেখে নিজেদের সবকিছুর উর্ধ্বে নিয়ে গেছে, সেটা প্রিমিয়ার লিগ। স্প্যানিশ লিগের মান ভালো নয়। পর্তুগিজ লিগ ভালো, কিন্তু শীর্ষ পর্যায়ের নয়। আমার মনে হয় জার্মান লিগও জৌলুস হারিয়েছে। তাই আমি সৌদি আরবেই খেলতে চাই।’