আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসির সঙ্গে তুলনায় বিরক্ত লুকা রোমেরো

মেসির সঙ্গে তুলনায় বিরক্ত লুকা রোমেরো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২০ , ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সদ্য শেষ হওয়া লা লিগায় ৮০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন রিয়াল মায়োর্কার ফুটবলার লুকা রোমেরো।
অবশ্য ক্রীড়া নৈপুণ্য দিয়ে নয়, লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছিলেন এই তারকা। ১৫ বছর ২১৯ দিনে ইউরোপের লিগে অভিষেক ঘটে তার। লুকা রোমেরোকে অভিষেকের আগে থেকেই ‘মেক্সিকান মেসি’ বলে ডাকা হয়। তার খেলার ধরণ অনেকটা মেসির মতোই।
কিন্তু সময়ের সেরা তারকার নাম নিজের সঙ্গে জুড়তে ঘোর আপত্তি জানিয়েছেন রোমেরো। মেসির সঙ্গে তুলনায় বেশ বিরক্ত তিনি।
সম্প্রতি ফক্স স্পোর্টসকে ১৫ বছর বয়সী রোমেরো বলেন, ‘সবাই আমাকে মেসির সঙ্গে তুলনা করে, বিষয়টা আমাকে বিরক্ত করে। মেসি একজনই। আর আমি ফুটবলে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চাই।’
রোমেরো আরও বলেন, ‘আমি মেক্সিকোতে জন্মেছি, কিন্তু আমার পরিবার আর্জেন্টাইন। আমার তিনটি জাতীয়তা আছে- মেক্সিকো, আর্জেন্টাইন ও স্প্যানিশ। যদি আর্জেন্টিনা এখনো চায়, আমি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব। আর আমারও তাতে আগ্রহ আছে। কিলমেসে আর্জেন্টিনা দলের হয়ে অনুশীলন করতে ভালো লাগবে আমার। কেননা আমার বাবা ওখানেই খেলতেন।’
তথ্যসূত্র: ডেইলি মেইল