মেহেরপুরে জেএমবি সদস্যসহ গ্রেফতার ২০
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১০:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
মেহেরপুর: মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) রাত থেকে রোববার (১২ জুন) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত জেএমবি সদস্যের নাম আবু তালেব (৫০)। তিনি জেলার গাংনী সদর উপজেলার তোলা গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রাতে খাঁসমহল গ্রামে অভিযান চালিয়ে আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৯ আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন জামায়াত নেতা রয়েছে।
এর মধ্যে সদর থানায় সাত, গাংনী থানায় সাত ও মুজিবনগর থানায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার হামিদুল আলম জানান, গ্রেফতারকৃত জেএমবি সদস্য আবু তালেবকে সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।