মেহেরপুরে মাদকাসক্ত যুবকের ছয় মাসের জেল
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
মেহেরপুর: গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে ইব্রাহিম (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান।
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের মনু মিয়ার ছেলে।
শনিবার (১১ জুন) সন্ধ্যায় গাংনী থানাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন আরিফ উজ জামান।
এর আগে পীরতলা ক্যাম্পের ইনচার্জ এএসআই নুর ইসলাম কাজীপুর এলাকা থেকে ৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, মাদক সেবন ও মাদক বহনের অভিযোগে ইব্রাহিমকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) এর টেবিল ৭(ক) ধারায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আগামীকাল রোববার (১২ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।