আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মেহেরপুরে সবুজ আন্দোলনের বিনামূল্যে টি-শার্ট বিতরণ

মেহেরপুরে সবুজ আন্দোলনের বিনামূল্যে টি-শার্ট বিতরণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২১ , ৬:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক :   পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মেহেরপুর জেলা কমিটির পক্ষ থেকে ২৮ ডিসেম্বর শহরের টাউন হল মোড়ে বিনামূল্যে রিক্সা চালক ও অসহায় মানুষের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা’র নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিলুফার ইয়াসমিন রুপা বলেন, বাংলাদেশের সর্বশেষ জেলা মেহেরপুর। আমরা সবুজ আন্দোলন দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য জন সচেতনতা তৈরিতে কাজ করছি।

সংগঠনের পক্ষ থেকে আজ বেশ কিছু অসহায় মানুষের মাঝে গেঞ্জি বিতরণ করা হলো। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারন জনগন মানবতার জীবন যাপন করছে। আগামীতে পর্যায়ক্রমে আরো কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইস এম রাকিব, বাসস এর জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন।