আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মেহেরপুরে ২ মাদকসেবীর জেল-জরিমানা

মেহেরপুরে ২ মাদকসেবীর জেল-জরিমানা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


maherpurমেহেরপুর: মেহেরপুরে গাঁজা সেবন করার দায়ে স্বপন আলী (২২) ও ফারুক হোসেন (২৩) নামে ২ মাদকসেবীকে ৫ হাজার টাকা করেছেন জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যার দিকে কাথুলি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী প্রমাণিত হওয়ায় এ আদেশ দেন তিনি।

দণ্ডিতরা হলেন গাংনী উপজেলার কাথুলী গ্রামের মেসফাত আলীর ছেলে স্বপন আলী ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন।

পরে দণ্ডিতদের পরিবারের লোকজন জরিমানার টাকা পরিশোধ করায় কারাগার থেকে ছাড়া পান এ ২ মাদকসেবী।

এর আগে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আশরাফের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার কাথুলী গ্রামে অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।