আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আগামী ১৬ নভেম্বরে জিম্বাবুয়েতে শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ বাছাই। সেই লক্ষ্যে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাছাইয়ের লক্ষ্যে ক্যাম্পও শুরু হয়ে যাচ্ছে ২১ সেপ্টেম্বর। ৫০ ওভারের বিশ্বকাপে এখনও মূল পর্বে খেলার সুযোগ হয়নি সালমা-রুমানাদের। ২০১১ ও ২০১৭ সালের বাছাইয়ে তাদের অবস্থান ছিল পঞ্চম। বাছাইয়ের আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে রুমানারা। তারও আগে অবশ্য প্রিলিমিনারি ক্যাম্পে ৫টি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বিসিবি একাডেমিতে ২১ সেপ্টেম্বর প্রিলিমিনারি ক্যাম্প শুরু হয়ে চলবে ২৫ তারিখ পর্যন্ত। ফিটনেস ও ফিল্ডিং অনুশীলনের পর ২৬ সেপ্টেম্বর সিলেট চলে যাবে রুমানারা। একই দিন হবে করোনা পরীক্ষা। ২৭ তারিখ অনুশীলনের পর ২৮ সেপ্টেম্বর হবে প্রথম প্রস্তুতি ম্যাচ। পরেরগুলো ৩০ সেপ্টেম্বর, ৪,৭ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রাথমিক দল: মুর্শিদা খাতুন, শামিমা সুলতানা, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আকতার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সানজিদা আখতার, সোবহানা মোস্তারি, খাদিজাতুল কুবরা, শারমিন আকতার সুপ্তা, পূজা চক্রবর্তী, দিশা বিশ্বাস।