আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মোদীর শপথগ্রহণ পেছালো: রিপোর্ট

মোদীর শপথগ্রহণ পেছালো: রিপোর্ট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৪ , ৪:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ শনিবার (৮ জুন) নয়, অনুষ্ঠিত হবে রোববার (৯ জুন)। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা। বৃহস্পতিবার (৬ জুন) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিজনেস টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত বুধবার পদত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে এনডিএ জোটের বৈঠক শেষে খবর ছড়ায়, আগামী শনিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী।

কিন্তু সূত্র বলছে, শনিবার নয়, আগামী রোববার অনুষ্ঠিত হবে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডের মতো বিশ্বনেতারা।

এদিকে, টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে এন চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে আগামী ১২ জুন। প্রথমে এর দিনক্ষণ ৯ জুন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওইদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চন্দ্রবাবু নাইডুও। এ কারণে নিজের শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে ১২ জুন নিতে পারেন তিনি।