আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মোরেলগঞ্জে চিংড়ি ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে চিংড়ি ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


bagerhatবাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় রফিক শেখ (৩৫) নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামের নিজের চিংড়ি ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত রফিক শেখ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারক বিশ্বাস জানান, শুক্রবার রাতে ঘের ব্যবসায়ী রফিক শেখ বাড়ি থেকে তারারি নামাজ পড়ার উদ্দেশে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার সকালে স্থানীয় লোকজন রফিকের নিজের ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, নিহতের বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হতে পারে।

ওসি আরো বলেন, রফিক শেখ স্থানীয় টিটু শরীফ নামে এক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় ৮০ বিঘা জমিতে চিংড়ি ঘের করছিলেন। সম্প্রতি টিটু শরীফের সঙ্গে ঘেরের মালিকানা নিয়ে রফিকের বিরোধ হয়। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।